Posts

Showing posts from February, 2023

দেশি মুরগী পালনের সঠিক নিয়ম

Image
  Men দেশি মুরগির ঔষধের তালিকা – রোগ ও চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি পরিবার দেশি মুরগি পালন করে থাকে। সাধারনত দেশি মুরগি সম্পূর্ন খোলা পদ্ধতিতে পালন করা হয়। এদের মাংস ও ডিমের চাহিদা বিদেশী মুরগীর তুলনায় বেশি এবং দামও দ্বিগুণ। প্রাকৃতিকভাবে এরা ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হলেও কিছু কমন রোগ দেশি মুরগিতে দেখা যায়। সাধারনত বাচ্চা বয়সে দেশী মুরগির মৃত্যুহার অধিক এবং অপুষ্টিজনিত কারনে সঠিকভাবে বেড়ে উঠেনা। ফলে ডিম ও মাংস উৎপাদন সঠিকমাত্রায় আসেনা। বাচ্চা বয়সে সঠিকভাবে যত্ন নিলে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। দেশি মুরগির ঔষধের তালিকা বয়স দিন ঔষধের নাম প্রথম দিন লাইসোভিট বা গ্লুকোজ ২ থেকে ৪ দিন টানা এমক্সাসিলিন* ৩ থেকে ৫ দিনের ভিতর আইবি+এনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত ও ব্রংকাইটিস) ১০ থেকে ১২ দিনের ভিতর গামবোরো লাইভ ভ্যাক্সিন ১২ থেকে ১৪ দিন লিভারটনিক ও ভিটামিন ১৮ থেকে ২২ দিনের ভিতর গামবোরো লাইভ ভ্যাক্সিন ২৪ থেকে ২৬ দিনের ভিতর এনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত) ২৪ থেকে ২৬ দিন এম্প্রোলিয়াম + সিপ্রো* ৩০ তম দিন ফাউলপক্স ভ্যাক্সিন। ৩৫ তম দিন কৃমিনাষক ঔষধ। ৪৫ থ